X-Ray Goggles

জানুন কিভাবে আপনার Firefox OS ফোনে ইস্যু ট্রাবেলশুট করতে হয়।

কীভাবে X-Ray Googles ইন্সটল করা যায়

X-Ray Googles ইন্সটল করা সহজ। তারপর আপনি যে কোন ওয়েব পেজে পোক করতে পারেন এবং আপনার পছন্দ মত এটিকে রুপান্তর করতে পারেন। কীভাবে করবেন তা বলা আছে এখানে।

Webmaker Webmaker শেষ আপডেট: 02/06/2016

এক্স-রে গগলস কি

এক্স-রে গগলস আপনাকে ইনটারনেটে একটি ওয়েবসাইটের বিলডিং ব্লক দেখতে এবং তাকে রিমিক্স করে নতুন কিছু বানাতে সক্ষম করে।

Webmaker Webmaker শেষ আপডেট: 05/31/2016

আমি কি আসলেই ওয়েব পেজ হ্যাক করছি?

এক্সরে গগলস এর মাধ্যমে একটি ওয়েবপেজের অংশবিশেষ নিয়ে খেলা করা আর প্রথাগত "হ্যাকিং" এর মাধ্যমে কোন পেজের নিরাপত্তা ভেঙ্গে ঢুকে পড়ার পার্থক্যটা বুঝুন।

Webmaker Webmaker নির্মিত: 09/19/2014

পরিদর্শন এবং রিমিক্স করুন আপনার প্রথম ওয়েবপেইজ

X-Ray Goggles আপনাকে একটি ওয়েবপেজ খুঁচিয়ে দেখতে এবং নতুনভাবে রিমিক্স করতে দেয়। কীভাবে ছবি, লেখা এবং অন্যান্য জিনিস পাল্টাতে হয়, শিখুন এখান থেকে।

Webmaker Webmaker শেষ আপডেট: 09/15/2018

ইংরাজীতে

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন