পরিদর্শন এবং রিমিক্স করুন আপনার প্রথম ওয়েবপেইজ

Webmaker Webmaker শেষ আপডেট: 09/15/2018

আপনার X-Ray Goggles আছে কিনা নিশ্চিত করুন installed

যখনই আপনি পরিদর্শনের উদ্দেশ্যে কোন ওয়েবপেইজ স্টাম্বেল করবেন, তখন আপনার বুকমার্ক টুলবারের X-Ray Goggles বাটন প্রেস করুন এবং হ্যাকিং শুরু করুন।


উপাদানসমূহ পর্যবেক্ষণ করুন

যখন আপনার ব্রাউজারে X- Ray Goggles চালু হবে, তখন আপনি লক্ষ্য করবেন ওয়েবপেইজের কিছু অংশের উপর মাউসের কার্সর রাখলে সেটি হাইলাইট হচ্ছে।

এই বক্সগুলো ওয়েবপেইজের বিভিন্ন উপাদানসমূহ নির্দেশ করে। যেকোন একটিতে ক্লিক করে আপনি কোড এডিটরে প্রবেশ করতে পারেন যেখানে আপনি আপনার ইচ্ছানুযায়ী বিভিন্ন উপাদানের ভিন্নতা তৈরী করতে পারেন।

রিমিক্সিং শুরু করুন

আপনি কোন ধরনের উপাদান নির্বাচন করেছেন তার উপর নির্ভর করবে আপনি কি ধরনের রিমিক্সিং করতে পারবেন।

টেক্সট পরিবর্তন করুন

প্রথমে টেক্সট এর একটি বক্স নির্বাচন করুন এবং কোড এডিটর থেকে প্রয়োজনীয় পরিবর্তন করুন। আপনার পরিবর্তন প্রধান প্যানের উপর দেখতে কেমন হবে তার একটি প্রিভিউ দেখতে পাবেন। 

ছবি বদল করুন

সব ছবিই তার HTML এ <img> কোডটি ব্যবহার করে। এখানে দেখবেন প্রতিটি <img> ট্যাগ একটি URL ঠিকানা নির্দেশ করে, যা বলে দেয় প্রকৃত ছবিটি কোথায় আছে।

আপনি আপনার ইচ্ছানুযায়ী প্রকৃত ছবিটি বদলে নিতে পারেন। এজন্য আপনাকে ব্রাউজারে নতুন একটি ট্যাব খুলে যে ছবিটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন তা খুঁজুন। রাইট ক্লিক করে copy image location

কপি করা ইমেজের URL কোড এডিটরে পেস্ট করুন, আপনি পরিবর্তিত প্রিভিউ দেখতে পাবেন।

হাইপার লিঙ্ক পরিবর্তন করুন

আপনি যেকোন ঠিকানার জন্য হাইপার লিঙ্ক তৈরি করতে পারেন।

প্রতিটি হাইপারলিঙ্ক <a href=" দিয়ে শুরু হয় এবং হাইপারলিঙ্কটির গন্তব্য URL টি যুক্ত থাকে। কোটেশন মার্কে থাকা URL পরিবর্তনের মাধ্যমে আপনি লিঙ্কের ঠিকানা পরিবর্তন করতে পারেন।

আপনি হয়তো "anchor text"ও পরিবর্তন করতে চাইতে পারেন। এই লেবেল্ড টেক্সট সাইটের ভিজিটরদের তাদের লক্ষ্য সম্পর্কে কিছু ক্লু দিবে এবং এটি প্রায়ই নীল ফন্টে আন্ডারলাইন করা থাকে।

জমা দিন এবং পাবলিশ করুন!

আপনি যদি কোন ভুল করে ফেলেন তাহলে Cancel বাটন ক্লিক করতে পারেন। নেভারমাইন্ড বাটনটি আপনি কোড এডিটর এর মধ্যে খুঁজে পাবেন।

আপনি যদি আপনার পরিবর্তন নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে সবুজ Update বাটন ক্লিক করে দেখুন আপনার রিমিক্সড পেইজটি কেমন দেখাচ্ছে।

আপনি কি এখন পাবলিশ করতে প্রস্তুত? তাহলে কিবোর্ডের p বাটন প্রেস করুন অথবা ডানপাশের সাইডবারে থাকা Publish বাটন ক্লিক করুন।

যদি আপনি teach.mozilla.org এ সাইন ইন করে থাকেন তবে আপনার পাবলিশ করা Goggles রিমিক্সটি "Your Projects" পেজ teach.mozilla.org যুক্ত হবে এবং সাথে সাথে একটি স্বতন্ত্র URL আপনাকে দেয়া হবে, যা আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন