ইন্টারেক্টিভ ওয়েবপেজ এর জন্য জাভাস্ক্রিপ্ট এর সেটিংস

এই নিবন্ধটি আপনাকে JavaScript কী এবং তা কিভাবে কোন সাইটের জন্যে চালু বা বন্ধ করতে হয়, JavaScript এর জন্য Firefox এ কি কি সেটিংস রয়েছে বা কিভাবে নির্দিষ্ট কিছু সাইটে JavaScript কে চালু হতে অনুমতি দিতে হয় বা ব্লক করতে হয় তা বর্ণনা করে।

এই নিবন্ধটি আপনাকে JavaScript কী এবং তা কিভাবে কোন সাইটের জন্যে চালু বা বন্ধ করতে হয় তা বর্ণনা করে।

জাভাস্ক্রিপ্ট কী?

JavaScript একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ওয়েব পেজে বিভিন্ন ইন্টারেক্টিভ সুবিধা যেমন মেনু, শব্দ ইত্যাদি যুক্ত করতে ব্যবহৃত হয়। পূর্বনির্ধারিতভাবে Firefox এ JavaScript এর ব্যবহার চালু থাকে এবং এর জন্যে কোন আলাদা কিছু ইনস্টলের প্রয়োজন হয়না।

JavaScript চালু বা বন্ধ করা

Firefox এ, আপনি JavaScript এর ব্যবহার চালু বা বন্ধ থাকবে কিনা তার জন্যে অনুমতি দিতে পারেন। Firefox এ JavaScript চালু করতে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. OptionsPreferences উইন্ডো থেকে, Content প্যানেল বাছাই করুন।
    1. কম্পিউটারে JavaScript চালু করতে চাইলে Enable JavaScript: অপশটি বাছাই করুন।
    2. বিশেষ কোন সেটিংস পরিবর্তন করতে, Advanced… এ ক্লিক করুন।

      668a9022f052f20f795759846994bc3f-1260050698-426-1.png



      javascript-en-mac-1.jpg

  3. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

এডভান্স JavaScript সেটিংস

এডভান্স JavaScript সেটিংস এর সাহায্যে, আপনি JavaScript এর জন্যে বিভিন্ন অনুমতি নির্ধারন করতে পারবেন।

JavaScript - Win2

  • Move or resize existing windows: JavaScript কে আপনার উইন্ডো এর অবস্থা বা আকার পরিবর্তন করা থেকে বিরত রাখতে চাইলে এই অপশনটি বাছাই করবেন না।
  • Raise or lower windows: এই অপশনটি একটি উইন্ডোকে অন্য একটি উইন্ডোর আগে বা পিছে রাখতে অনুমতি দেয়।
  • Disable or replace context menus: আপনি যখন রাইট-ক্লিক করেন তখন একটি মেনু চলে আসে। এটাকে "context menu" বলে। JavaScript এর সাহায্যে এট বন্ধ করা যায়। JavaScript কে context-menu কে বন্ধ করা থেকে বিরত রাখতে এই অপশনটি বাছাই করবেন না।

নির্দিষ্ট কিছু ডোমেইনে JavaScript এর ব্যবহার বন্ধ বা চালু করা

JavaScript দিয়ে এমন কিছু করা সম্ভব যেগুলো লোকে পছন্দ করে না। ভালো ভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে কিছু প্রাইভেসি এক্সটেনশন ইনস্টল করতে পারেন। যেমনঃ

  • NoScript: এটি আপনাকে আপনার পছন্দের সাইটে জাভাস্ক্রিপ্ট বা অন্য কন্টেন্ট চালু রাখার অনুমতি দেয়।
  • Ghostery: এটি আপনি যেসকল কোম্পানিকে বিশ্বাষ করেননা, সেগুলোর সাইটের স্ক্রিপ্ট বন্ধ রাখতে সাহায্য করে।
দ্রষ্টব্য: কিছু ওয়েবসাইট "on hover" ড্রপ-ডাউন মেনুর জন্য JavaScript ব্যবহার করে, যা স্পর্শকাতর মনিটরে Firefox এ কাজ নাও করতে পারে। একটি সমাধান হতে পারে Windows Device Manager সেটিং থেকে "HID-compliant touch screen" নিষ্ক্রিয় করা (আরও সাহায্য লাগলে যেকোন Windows ফোরামে সাহায্যের জন্য যেতে পারেন); যদিও, এই সমাধানটি স্পর্সকাতর স্ক্রিন কে সাধারন স্ক্রিনে রূপান্তর করবে



JavaScript (mozillaZine KB) এর তথ্য থেকে প্রাপ্ত।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে জাভাস্ক্রিপ্ট হল Sun Microsystems, Inc. এর একটি ট্রেডমার্ক বা রেজিস্টার্ড ট্রেডমার্ক।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন