ওয়েবপেজ অ্যান্ড্রয়েড এর জন্য ফায়ারফক্স এ ঠিকমত দেখাচ্ছে না

Firefox for Android Firefox for Android নির্মিত: 08/28/2018

কিছু ওয়েবসাইট শুধুমাত্র ওয়েবকিট এর জন্য লেখা হয়, যেটা Safari অার Chrome এর মোবাইল সাইট এর লেয়াউট ইঞ্জিন। এই সাইটগুলো অন্য ব্রাউজারে ঠিকমত নাও দেখাতে পারে, যেমন Firefox, Opera ও Internet Explorer. আপনি এমন সমস্যা দেখলে, ফায়ারফক্স ব্যবহার করে ডেক্সটপ সাইট দেখতে পারেন:

  1. যে পেজ দেখতে চান সেটা Firefox এ চালু করুন ।
  2. মেনু বাটন চাপুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) আর এটা চাপুন Request Desktop Site.

আপনি যেকোনো সময়ে মোবাইল ভিউ তে ফিরে আসতে পারেন আবার এটা Request Desktop Site চেপে.

Advanced users:আমাদের সামনের Firefox এর ভার্সনের ওয়েব সাদৃশ্যতা বাড়াতে এটা Firefox Nightly for Android ব্যবহার করে সমস্যা জানান:এটা চাপুন Report Site Issue ফায়ারফক্স এর Nightly menu.

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন