QuickTime প্লাগইন ব্যবহার করে অডিও এবং ভিডিও চালু করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

quicktime_logo.png Apple,Inc এর QuickTime অ্যাপলিকেশনটির সাথে একটি ব্রাউজারের জন্য প্লাগইন থাকে যেটা আপনাকে সরাসরি Firefox ব্রাউজারে মুভি বা অন্যান্য অনলাইন মিডিয়া চালাতে সাহায্য করে। QuickTime Mac সিস্টেমের সাথে সরাসরি দেওয়া থাকে এবং Windows এর জন্যও পাওয়া যায়। QuickTime ইন্সটল করা আছে এবং কাজ করছে কিনা সেটা পরীক্ষা করা এবং কিছু সাধারন সমস্যা সমাধানের পরামর্শ এই নিবন্ধে ব্যাখ্যা করা হলো।

দ্রষ্টব্যঃQuickTime সফটওয়্যার লিনাক্স প্ল্যাটফর্মের জন্য পাওয়া যায়না, তবে ''Mplayer" একটি জনপ্রিয় লিনাক্স মিডিয়া প্লেয়ার, যা কুইকটাইম মিডিয়া চালাতে পারে। Mplayer ব্যবহার করে Firefox ব্রাউজারে QuickTime মিডিয়া চালু করতে নিচের দুটি প্রোগ্রাম অবশ্যই ইনস্টল করতে হবে। gnome-mplayer এবং gecko-mediaplayer আপনার ব্যবহার করা লিনাক্স ডিস্ট্রোতে সম্ভবত এই প্যাকেজগুলো ইন্সটল করার জন্য প্রস্তুত আছে।

QuickTime পরীক্ষা করা

QuickTime ব্রাউজার প্লাগইন ইন্সটল করা আছে এবং কাজ করছে কিনা তা পরীক্ষা করতেQuickTime ব্রাউজার প্লাগইন ইন্সটল করা আছে এবং কাজ করছে কিনা তা পরীক্ষা করতে, নিচের যেকোনো একটি ওয়েবপেজে যান এবং QuickTime ভিডিওগুলো চালু করার চেস্টা করুনঃ

যদি QuickTime ভিডিওগুলো চলে, তবে QuickTime প্লাগইন ইন্সটল করা আছে এবং সক্রিয় আছে।

দ্রষ্টব্যঃ: Windows সিস্টেমে পরীক্ষা শেষ করতে আপনাকে Firefox এর কিছু ফিচার সক্রিয় করতে হতে পারে, যা Firefox কে Windows Firewall এর সাথে সংযোগ করতে দেয়। এই ফিচারগুলো সক্রিয় করতে, Unblock বাটনে ক্লিক করুন, যখন Firefox আপনাকে অনুরোধ করবে।

QuickTime ইনস্টল বা হালনাগাদ করা

QuickTIme ইনস্টল করতে (অথবা সর্বশেষ সংস্করণে হালনাগাদ করতে):

  1. Apple QuickTime download এই ওয়েবপেজে যান।
  2. QuickTime এর installer ফাইলটি ডাউনলোড করুন।
  3. ডাউনলোড শেষ হলে, Firefox ব্রাউজার বন্ধ করুন।
  4. আপনার ডাউনলোড করা ফাইলটি খুজে বের করুন এবং ডাবল-ক্লিক করে QuickTime ইন্সটল করা শুরু করুন।

QuickTime পূর্বেই ইনস্টল করা থাকে এবং আপডেট করতে Mac OS X Software Update ফিচারটি ব্যবহার করতে হবে।

ব্রাউজার প্লাগইন সক্রিয় বা নিষ্ক্রিয় করা

QuickTime ইনস্টল করা থাকলে, QuickTime's ডিফল্টভাবে Firefox ব্রাউজারে সক্রিয় থাকে। আপনি চাইলে Firefox এর Add-ons Manager থেকে প্লাগইন সক্রিয় বা নিস্ক্রিয় করতে পারেন। {দ্রষ্টব্যঃ}যদি ব্রাউজার প্লাগইন নিস্ক্রিয় থাকে, তাহলে QuickTime পরীক্ষা করার উপরের লিঙ্কগুলো থাকা এবং অন্যান্য এম্বেড করা QuickTime মিডিয়া চলবে না, যদিও QuickTime ইন্সটল করা থাকে।.'</div>

  1. মেনু বাটনে "Fx57menu" ছবি বিদ্যমান নয়।New Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Plugins প্যানেলটি নির্বাচন করুন।
  3. প্লাগইনস এর তালিকা থেকে QuickTime Plug-in নির্বাচন করুন।
    • যদি আপনি প্লাগইনটি নিস্ক্রিয় করতে চান, Disable বাটনে ক্লিক করুন।
    • যদি প্লাগইন পুনরায় সক্রিয় করতে চান, Enable বাটনে ক্লিক করুন।
  1. মেনু বাটনে "Fx57menu" ছবি বিদ্যমান নয়।New Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Plugins প্যানেলটি নির্বাচন করুন।
  3. প্লাগইন এর তালিকা থেকে QuickTime Plug-in নির্বাচন করুন।
    • যদি আপনি প্লাগইনটি নিষ্ক্রিয় করতে চান, ড্রপডাউন মেন্যু থেকে Never Activate নির্বাচন করুন।
    • যদি প্লাগইন পুনরায় সক্রিয় করতে চান, ড্রপডাউন মেন্যু থেকে Always Activate নির্বাচন করুন।

মিডিয়া চালু হওয়ার পদ্ধতি পরিবর্তন

মিডিয়া ফাইলের সাথে লিঙ্ক

যখন মিডিয়া ফাইল ডাউনলোড করতে কোন লিঙ্কে ক্লিক করেন QuickTime প্লাগইন সেটা নিয়ন্ত্রণ করে, এটা তখন ব্রাউজারে স্বয়ংক্রিয় ভাবে QuickTime প্লাগইন দিয়ে চালু হয়। আপনি চাইলে Firefox এর অ্যাপ্লিকেশন সেটিংস থেকে এই ব্যবস্থা পরিবর্তন করতে পারেন। আরও তথ্যের জন্য, দেখুন Firefox এ কি কি পরিবর্তন রয়েছে যখন আপনি একটি ফাইলে ক্লিক অথবা ডাউনলোড করুন

Embedded মিডিয়া

যে ধরনের ফাইল QuickTime Player এর সাথে সংযুক্ত আপনি কেবল সেগুলোই পরিবর্তন করতে পারবেন। Internet media typesএখানে থাকা ফাইল টাইপ ব্রাউজারের প্লাগইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সকল সমর্থিত মিডিয়ার জন্য এটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় করা থাকে এবং এটি রিকনফিগার করা যায় না।

QuickTime প্লাগইন স্বয়ংক্রিয় ভাবে নির্দিষ্ট ধরনের মিডিয়া সক্রিয় করে। যদি আপনি ওয়েবপেজে embedded থাকা কন্টেন্ট নিয়ে সমস্যায় থাকেন, আপনি চাইলে QuickTime ব্রাউজার প্লাগইন রিকনফিগার করতে পারেনঃ

  1. QuickTime প্লেয়ার চালু করুন।
  2. QuickTime উইন্ডোর একদম উপরে থেকে Edit মেন্যু নির্বাচন করুন, Preferences নির্বাচন করুন এবং তারপরে QuickTime Preferences… নির্বাচন করুন। QuickTime এর Preferences উইন্ডো আসবে।
  3. QuickTime এর Preferences উইন্ডো থেকে Browser ট্যাব নির্বাচন করুন, এবং MIME Settings… বাটনে ক্লিক করুন। MIME Types উইন্ডো খুলবে।

    win-quicktimemimesettings.png
  4. MIME Types উইন্ডোতে, আপনি QuicTime ব্যবহার করে Firefox-এ যেসকল মিডিয়া চালাতে চান সেটা নির্বাচন করতে পারেন। এই সেটিংস শুধুমাত্র অনলাইন ফাইলের ক্ষেত্রে বিবেচ্য হবে; এগুলো আপনার অপারেটিং সিস্টেম দিয়ে চালু হওয়া ফাইলের ক্ষেত্রে প্রভাব ফেলবে না।

প্রস্তাবিত MIME এর ধরন

Audio

  • AIFF audio
  • uLaw/AU audio
  • MIDI
  • WAVE audio


MPEG

  • MPEG media
  • MPEG audio
  • MPEG-4 media


MP3

  • MP3 audio

Embedded মিডিয়া

দ্রষ্টব্যঃ নিচের ব্যাপারগুলো Mac OS X 10.6 এবং তার উপরের ভার্সন এর জন্য কাজ করবেনা যেহেতু ঐ সমস্ত ভার্সনের জন্য QuickTime এর কনফিগার করার মত কোন Internet media types সেটিংস নেই।

Mac OS X 10.5 এবং তার নিচের ভার্সনে, আপনি চাইলে QuickTime প্লাগইন কোন ধরনের ফাইল কে নিয়ন্ত্রণ করবে সেটা নির্ধারণ করতে পারেন, যেহেতু কিছু ইন্টারনেট মিডিয়া ডিফল্টভাবে সক্রিয় হয়না। যদি আপনি ওয়েবপেজে embedded মিডিয়া নিয়ে সমস্যা অনুভব করেন, আপনি চাইলে আপনার QuickTime ব্রাউজার প্লাগইন কে রিকনফিগার করতে পারেনঃ

  1. Apple মেন্যু থেকে, System Preferences… তে ক্লিক করুন। System Preferences উইন্ডো আসবে।
  2. System Preferences উইন্ডোতে, QuickTime এ ক্লিক করুন, Advanced ট্যাব নির্বাচন করুন, তারপরে MIME Settings… বাটনে ক্লিক করুন। MIME Types উইন্ডো খুলবে।

    mac-quicktimemimesettings.png
  3. MIME Types উইন্ডোতে, আপনি যে সব মিডিয়া ফরম্যাট QuickTime দিয়ে Firefox এ চালাতে চান সেটা নির্দিষ্ট করতে পারেন।

প্রস্তাবিত MIME ধরন

Audio

  • AIFF audio
  • uLaw/AU audio
  • MIDI
  • WAVE audio


MPEG

  • MPEG media
  • MPEG audio
  • MPEG-4 media


MP3

  • MP3 audio

QuickTime মুছে ফেলা

আপনার উইন্ডোজ পিসি থেকে QuickTime আনইন্সটল করতে, দেখুন Removing and Reinstalling iTunes, QuickTime, and other software components for Windows XPRemoving and reinstalling iTunes, QuickTime, and other software components for Windows Vista or Windows 7 on apple.com.



Based on information from QuickTime (mozillaZine KB)

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন