Firefox এর পুরোনো সংস্করণ ইনস্টল করুন

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: Install an older version of Firefox

মাঝেমধ্যে Firefox এর আপডেটে কোন সমস্যা হলে, মানুষ পুরনো সংস্করণে ফিরে যাওয়ার উপায় খোঁজে। এটি সচরাচর সমস্যাগুলো ঠিক করে না এবং আপনার কম্পিউটারের নিরাপত্তা বিঘ্নিত করে। এই নিবন্ধে Firefox এর পুরোনো সংস্করণে ফিরে যাওয়ার বিকল্প উপায় এবং পুরনো সংস্করণের ডাউনলোড লিঙ্ক রয়েছে, যার সাহায্যে আপনি চাইলে পুরনো সংস্করণে ফিরে যেতে পারবেন।

পুরনো সংস্করণে ফিরে গেলে সব সমস্যার সমাধান হয়না

আপডেট ইনস্টল করার পর Firefox এ কোন সমস্যা হলে তা নতুন আপডেট এর কারনে হয় না। বরং সমস্যা সৃষ্টি হয় আপডেট এর প্রক্রিয়া চলাকালীন সময়ে। পূর্ববর্তী সংস্করণ ইনস্টল করলে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার সমাধান হয়না। তার বদলে এখানে দেখুন:

দ্রষ্টব্য: Reset Firefox feature এর মাধ্যমে অন্য সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব। এটি Firefox কে এর ডিফল্ট অবস্থায় নিয়ে আসে এবং এর সাথে আপনার প্রয়োজনীয় তথ্যগুলোও সংরক্ষিত থাকে।
দ্রষ্টব্য: Reset Firefox feature এর মাধ্যমে অন্য সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব। এটি Firefox কে এর ডিফল্ট অবস্থায় নিয়ে আসে এবং এর সাথে আপনার প্রয়োজনীয় তথ্যগুলোও সংরক্ষিত থাকে।


তবুও আমি পুরাতন সংস্করণ ব্যবহার করতে চাই — পূর্ববর্তী সংস্করণগুলো কোথায় পাবো?

যদিও পুরনো সংস্করণগুলো পরীক্ষা করার জন্যে Mozilla এর একটি ওয়েবসাইট আছে , তবুও সর্বশেষ সংস্করণ ছাড়া অন্য কিছু ইনস্টল করতে আমরা ব্যবহারকারীদের উৎসাহিত করি না।
সতর্কতা: পুরনো সংস্করণ ব্যবহার করার মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি সৃষ্টি হতে পারে।

আপনি যদি Firefox এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে না পারেন, তাহলে আমরা পরামর্শ দেব আপনি যেন অন্য কোন ব্রাউজারের সর্বশেষ সংস্করণ ব্যবহার করেন।

Firefox কে আরও উন্নত করতে আমাদের সাহায্য করুন

যদি Firefox এর সর্বশেষ সংস্করণ কোন সমস্যার সৃষ্টি করে বা আপনি যদি এর কোন কিছু আপনার পছন্দ না হয়, তাহলে আপনার মতামত আমাদের জানান।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন