কিভাবে ওয়েবসাইট প্রিন্ট করবেন

Firefox থেকে কিভাবে ওয়েব পেজ প্রিন্ট করবেন তা এই নিবন্ধে আলোচনা করা হয়েছে। কিভাবে Firefox এর প্রিন্ট সুবিধাটি ব্যবহার করতে হবে তা জানতে পড়া চালিয়ে যান।

দ্রষ্টব্য: যদি প্রিন্ট করার আগে কোন ওয়েব পেজ সম্পাদনা করতে চান, তাহলে Print Edit এর মত এক্সটেনশন ব্যবহার করতে পারেন।

ওয়েব পেজ প্রিন্ট করুন

  1. মেনু New Fx Menu বাটনে ক্লিক করে Print ক্লিক করুন।
    Print Fx29 Win
  2. standard Print window উইন্ডো খুললে, এখান থেকে প্রিন্ট সেটিংস ঠিক করে নিন, যদি প্রয়োজন হয়। কোন কোন সেটিংস পরিবর্তন করা যাবে জানতে নিচের প্রিন্ট উইন্ডো সেটিংস অংশটি দেখুন।
  3. প্রিন্ট শুরু করতে PrintOK ক্লিক করুন।
  1. মেনু New Fx Menu বাটনে ক্লিক করে Print ক্লিক করুন।
    Print Fx29 Win
    Print Fx29 Win
  2. প্রিন্টের সেটিংস ঠিক করতে Printer সিলেক্টরের পাশের তীর চিহ্নে ক্লিক করুন (যদি প্রয়োজন হয়)। কোন কোন সেটিংস পরিবর্তন করা যাবে জানতে নিচের প্রিন্ট উইন্ডো সেটিংস অংশটি দেখুন।



5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1250097448-79-1.jpg

  1. প্রিন্ট শুরু করতে Print ক্লিক করুন।

ওয়েব পেজ প্রিন্ট করুন

  1. Firefox উইন্ডোর উপরের Firefox বাটনে (Windows XP এর File মেনুতে)File মেনুতে ক্লিক করে Print... নির্বাচন করুন।
  2. standard Print window উইন্ডো খুললে, এখান থেকে প্রিন্ট সেটিংস ঠিক করে নিন, যদি প্রয়োজন হয়। কোন কোন সেটিংস পরিবর্তন করা যাবে জানতে নিচের প্রিন্ট উইন্ডো সেটিংস অংশটি দেখুন।
  3. প্রিন্ট শুরু করতে PrintOK ক্লিক করুন।
  1. মেনু বারের File মেনুতে ক্লিক করে Print... নির্বাচন করুন।
  2. প্রিন্টের সেটিংস ঠিক করতে Printer সিলেক্টরের পাশের তীর চিহ্নে ক্লিক করুন (যদি প্রয়োজন হয়)। কোন কোন সেটিংস পরিবর্তন করা যাবে জানতে নিচের প্রিন্ট উইন্ডো সেটিংস অংশটি দেখুন।



5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1250097448-79-1.jpg

  1. প্রিন্ট শুরু করতে Print ক্লিক করুন।

প্রিন্ট উইন্ডো সেটিংস

5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1268485460-632-1.png
Printer অংশ:

  • আপনি যে ওয়েব পেজটি দেখছেন সেটি কোন প্রিন্টারে প্রিন্ট করতে চান তা পরিবর্তন করতে Name এর পাশে ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন।
    দ্রষ্টব্য: পূর্বনির্ধারিতভাবে Windows এর টি থাকে। যখন কোন ওয়েবপেজ নির্বাচিত প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়, তখন সেটি পূর্বনির্ধারিত প্রিন্টার হয়ে যায়।
  • কাগজের সাইজ, প্রিন্টের মান এবং অন্যান্য সেটিংস পরিবর্তন করতে Properties... ক্লিক করুন।

Print range অংশ - আপনার বর্তমান ওয়েবপেজের কোন পেজ প্রিন্ট করতে চান তা নির্দিষ্ট করে:

  • সবকিছু প্রিন্ট করতে All নির্বাচন করুন।
  • Pages নির্বাচন করে কত পেজ থেকে কত পেজ প্রিন্ট করতে চান তা লিখুন । যেমন, "from 1 to 1" নির্বাচন করলে শুধুমাত্র প্রথম পেজ প্রিন্ট হবে।
  • আপনার হাইলাইট করা অংশ প্রিন্ট করতে Selection নির্বাচন করুন।

Copies অংশ - আপনি কতগুলো কপি করতে চান তা নির্দিষ্ট করে।

  • Number of copies ঘরে যদি 1 এর চেয়ে বেশি লিখে থাকেন, তাহলে আপনি ক্রমানুসারে সাজাতে পারবেন । যেমন, যদি আপনি 2 কপি নির্বাচন করেন এবং Collate নির্বাচন করেন, সেগুলো 1, 2, 3, 1, 2, 3 ক্রমানুসারে প্রিন্ট হবে । অন্যথায়, 1, 1, 2, 2, 3, 3 ক্রমানুসারে প্রিন্ট হবে।
'দ্রষ্টব্য: নিচের সেটিংস Firefox এর পছন্দ হিসাবে প্রি-প্রিন্টারের ভিত্তিতে সংরক্ষণ করা আছে।

Print Frames অংশ - আপনি যদি কোন ওয়েবসাইট কে ফ্রেম সহ দেখেন, তাহলে ফ্রেম কীভাবে প্রিন্ট হবে সেটা নির্বাচন করতে পারেন:
5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1236733364-926-1.png

  • As laid out on the screen এটা Firefox এ আপনি যেভাবে ওয়েবসাইট দেখেন সেইভাবেই প্রিন্ট করবে।
  • The selected frame এটা ফ্রেমের যে কন্টেন্ট এ আপনি সর্বশেষ ক্লিক করেছেন, তা প্রিন্ট করবে।
  • Each frame separately ফ্রেমের সকল কন্টেন্ট প্রিন্ট করবে, তবে আলাদা আলাদা পৃষ্ঠায়।


5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1250097539-411-1.jpg

  • Printer: আপনি যে ওয়েব পেজটি দেখছেন সেটি কোন প্রিন্টারে প্রিন্ট করতে চান তা পরিবর্তন করুন।
    দ্রষ্টব্য: পূর্বনির্ধারিতভাবে Mac এর টি থাকে। যখন কোন ওয়েবপেজ নির্বাচিত প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়, তখন সেটি পূর্বনির্ধারিত প্রিন্টার হয়ে যায়।
  • Presets: আগে থেকে সংরক্ষণ করে রাখা প্রিন্টার এর সেটিংস নির্বাচন করুন।
  • Copies: আপনি কতটি প্রতিলিপি প্রিন্ট করবেন তা উল্লেখ করতে পারবেন।
    • আপনি যদি Copies ফিল্ডে 1 এর বেশী দেন, আপনি তাহলে সেগুলোকে ক্রমান্বয়ে সাজাবেন কিনা সেটা সেটাও নির্বাচন করতে পারেন। ধরুন, যদি আপনি 2 copies নির্বাচন করলেন এবং Collate নির্ধারণ করলেন, তাহলে সেগুলো 1, 2, 3, 1, 2, 3 এই ক্রমে প্রিন্ট হবে। নতুবা, সেগুলো 1, 1, 2, 2, 3, 3 ক্রমে প্রিন্ট হবে।
  • Pages: Pages নির্বাচন করুন এবং আপনি যত পেজ পর্যন্ত প্রিন্ট করতে চান তা লিখুন। ধরুন, "from 1 to 3" নির্বাচন করলে ডকুমেন্টের শুধুমাত্র প্রথম তিন পৃষ্ঠা প্রিন্ট হবে।
    দ্রষ্টব্য: নিচের সেটিংস Firefox এর পছন্দ হিসাবে প্রি-প্রিন্টারের ভিত্তিতে সংরক্ষণ করা আছে।
  • Options:
    • শুধু পেজের হাইলাইট করা অংশ প্রিন্ট করতে Print Selection Only নির্বাচন করুন।
    • ওয়েব পেজের সাইজকে যে কাগজে প্রিন্ট হবে তার সমান প্রস্থের করতে Shrink To Fit Page Width নির্বাচন করুন।
  • Appearance:
    • ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড এর রঙ স্ক্রিনে যেমন দেখা যায়, সেভাবে প্রিন্ট করতে Print Background Colors নির্বাচন করুন। নতুবা, Firefox ব্যাকগ্রাউন্ড সাদা হিসাবে প্রিন্ট করবে।
    • ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড এ থাকা ছবি স্ক্রিনে যেমন দেখায়, সেভাবে প্রিন্ট করতে Print Background Images নির্বাচন করুন। নতুবা, Firefox ব্যাকগ্রাউন্ড একরঙা ভাবে প্রিন্ট করবে।
  • Frames:
    5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1236733364-926-1.png
    • As laid out on the screen এটি Firefox এ আপনি যেভাবে ওয়েবসাইট দেখেন সেইভাবেই প্রিন্ট করবে।
    • The selected frame এটি ফ্রেমের যে কন্টেন্ট এ আপনি সর্বশেষ ক্লিক করেছেন, তা প্রিন্ট করবে।
    • Each frame separately ফ্রেমের সকল কন্টেন্ট প্রিন্ট করবে, তবে আলাদা আলাদা পৃষ্ঠায়।
  • Page Headers এবং Page Footers: মুদ্রিত পৃষ্ঠায় কি প্রদর্শিত হবে তা নির্বাচন করতে ড্রপডাউন মেনু ব্যবহার করুন। উপরের বাম ড্রপডাউন বক্সের মান পৃষ্ঠার উপরের বাঁদিকের কোণে প্রদর্শিত হবে; উপরের মাঝখানের ড্রপডাউন বক্সের মান পৃষ্ঠার উপরের মাঝে প্রদর্শিত হবে, এবং বাকিগুলোও এভাবে হবে। আপনি এখান থেকে পছন্দ করতে পারেন:
    • --blank--: কিছুই প্রিন্ট করা হবে না।
    • Title: ওয়েব পৃষ্ঠার শিরোনাম প্রিন্ট করা হবে।
    • URL: ওয়েব পৃষ্ঠার ওয়েব ঠিকানা প্রিন্ট করা হবে।
    • Date/ Time: যে তারিখ এবং সময়ে ওয়েব পৃষ্ঠা ছাপা হয়েছিল তা প্রিন্ট করা হবে।
    • Page #: পৃষ্ঠা নম্বর প্রিন্ট করা হবে।
    • Page # of #: পৃষ্ঠা সংখ্যা এবং সর্বমোট পৃষ্ঠার সংখ্যা প্রিন্ট করা হবে।
    • Custom...: আপনার নিজস্ব হেডার বা ফুটার টেক্সট লিখুন। এটি একটি কোম্পানী বা প্রতিষ্ঠানের নাম প্রতি মুদ্রিত পৃষ্ঠার উপরে বা নীচে দেখানোর জন্য ব্যবহার করা যেতে পারে।

General ট্যাব

5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1243478879-175-1.png

  • তালিকা থেকে প্রিন্টার নির্বাচন করতে প্রিন্টারের নামে ক্লিক করুন।
    দ্রষ্টব্য: পূর্বনির্ধারিতভাবে Linux এর টি থাকে। যখন কোন ওয়েবপেজ নির্বাচিত প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়, তখন সেটি পূর্বনির্ধারিত প্রিন্টার হয়ে যায়।
  • Range অংশ:
    • সবকিছু প্রিন্ট করার জন্য "All pages" নির্বাচন করুন।
    • প্রিন্ট নির্বাচন করার সময় যে পেজে ছিলেন শুধু সেই পেজটি প্রিন্ট করতে "Current page" নির্বাচন করুন।
    • "Pages" নির্বাচন করুন এবং আপনি যত পেজ পর্যন্ত প্রিন্ট করতে চান তা লিখুন। উদাহরণস্বরূপ, "1" লিখলে শুধুমাত্র প্রথম পৃষ্ঠা প্রিন্ট হবে । "1, 2, 3 - 7" লিখলে ১, ২, ৩ থেকে ৭ পৃষ্ঠা প্রিন্ট হবে।
  • Copies বিভাগ - আপনি কতগুলো প্রতিলিপি প্রিন্ট করতে চান তা উল্লেখ করতে দেয়।
    • আপনি যদি Copies ঘরে ১ এর অধিক লিখেন, আপনি কি তাদের ক্রমানুসারে সাজাবেন কিনা তা নির্বাচন করতে পারবেন । উদাহরণস্বরূপ, আপনি যদি ২ কপি করতে পছন্দ করেন ও Collate নির্বাচন করেন তাহলে, তারা ১, ২, ৩, ১, ২, ৩ এই ক্রমে প্রিন্ট হবে। নতুবা, তারা ১, ১, ২, ২, ৩, ৩ এই ক্রমে প্রিন্ট হবে।
    • বিপরীত ক্রমে পৃষ্ঠা প্রিন্ট করার জন্য Reverse নির্বাচন করুন।

Page Setup ট্যাব

আপনার প্রিন্টারের জন্য সেটিংস পরিবর্তন করতে সাহায্য করে, দুই পাতায় প্রিন্টিং, বহুসংখ্যক প্রিন্টিং, জোড় বা বেজোড় পৃষ্ঠা প্রিন্ট, কোন কাগজ ব্যবহার করতে হবে ইত্যাদুি সুবিধা রয়েছে এখানে। বিভিন্ন ধরনের প্রিন্টারের উপর ভিত্তি করে সেটিংস ভিন্ন হয়।

Options ট্যাব

5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1243478879-175-2.png

দ্রষ্টব্য: নিচের সেটিংস Firefox এর পছন্দ হিসাবে প্রি-প্রিন্টারের ভিত্তিতে সংরক্ষণ করা আছে।
  • Print Frames বিভাগ - আপনি যদি কোন ওয়েবসাইট কে ফ্রেম সহ দেখেন, তাহলে ফ্রেম কীভাবে প্রিন্ট হবে সেটা নির্বাচন করতে পারেন:
    5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1236733364-926-1.png
    • As laid out on the screen এটি Firefox এ আপনি যেভাবে ওয়েবসাইট দেখেন সেইভাবেই প্রিন্ট করবে।
    • The selected frame এটা ফ্রেমের যে কন্টেন্ট এ আপনি সর্বশেষ ক্লিক করেছেন, তা প্রিন্ট করবে।
  • Each frame separately ফ্রেমের সকল কন্টেন্ট প্রিন্ট করবে, তবে আলাদা আলাদা পৃষ্ঠায়।
  • আপনার প্রিন্ট করা পৃষ্ঠাটির পরিধি স্বয়ংক্রিয়ভাবে ঠিক করতে জন্য Ignore Scaling and Shrink To Fit Page With ক্লিক করুন।
  • ওয়েবপেজে শুধুমাত্র আপনার হাইলাইট করা অংশটি প্রিন্ট করার জন্য Print selection only ক্লিক করুন।
  • ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড এর রঙ স্ক্রিনে যেমন দেখা যায়, সেভাবে প্রিন্ট করতে Print Background Colors নির্বাচন করুন। নতুবা, Firefox ব্যাকগ্রাউন্ড সাদা হিসাবে প্রিন্ট করবে।
  • ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড এ থাকা ছবি স্ক্রিনে যেমন দেখায়, সেভাবে প্রিন্ট করতে Print Background Images নির্বাচন করুন। নতুবা, Firefox ব্যাকগ্রাউন্ড একরঙা ভাবে প্রিন্ট করবে।
  • Header and Footer অংশ - মুদ্রিত পৃষ্ঠায় কি প্রদর্শিত হবে তা নির্বাচন করতে ড্রপডাউন মেনু ব্যবহার করুন। উপরের বাম ড্রপডাউন বক্সের মান পৃষ্ঠার উপরের বাঁদিকের কোণে প্রদর্শিত হবে; উপরের মাঝখানের ড্রপডাউন বক্সের মান পৃষ্ঠার উপরের মাঝে প্রদর্শিত হবে, এবং বাকিগুলোও এভাবে হবে। আপনি এখান থেকে পছন্দ করতে পারেন:
    • --blank--: কিছুই প্রিন্ট করা হবে না।
    • Title: ওয়েব পৃষ্ঠার শিরোনাম প্রিন্ট করা হবে।
    • URL: ওয়েব পৃষ্ঠার ওয়েব ঠিকানা প্রিন্ট করা হবে।
    • Date/ Time: যে তারিখ এবং সময়ে ওয়েব পৃষ্ঠা ছাপা হয়েছিল তা প্রিন্ট করা হবে।
    • Page #: পৃষ্ঠা নম্বর প্রিন্ট করা হবে।
    • Page # of #: পৃষ্ঠা সংখ্যা এবং সর্বমোট পৃষ্ঠার সংখ্যা প্রিন্ট করা হবে।
    • Custom...: আপনার নিজস্ব হেডার বা ফুটার টেক্সট লিখুন। এটি একটি কোম্পানী বা প্রতিষ্ঠানের নাম প্রতি মুদ্রিত পৃষ্ঠার উপরে বা নীচে দেখানোর জন্য ব্যবহার করা যেতে পারে।

পেজের সেটআপ পরিবর্তন করা

দ্রষ্টব্য: নিচের সেটিংস Firefox এর পছন্দ হিসাবে প্রি-প্রিন্টারের ভিত্তিতে সংরক্ষণ করা আছে।

কাগজের সাইজ এবং পেজের অরিয়েন্টেশন পরিবর্তন করার জন্য:

  1. Firefox উইন্ডোর ঠিক উপরে, File ক্লিক করে Page Setup... নির্বাচন করুন। এখন পেইজ সেটআপ উইন্ডো আসবে।
    5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1243479623-843-1.png
    • Paper size: কি ধরনের কাগজ প্রিন্ট হবে তা নির্বাচন করুন।
    • Orientation:
      • প্রায় সব ডকুমেন্ট ও ওয়েবপেজের জন্য Portrait নির্বাচন করুন।
      • বড় পরিধির পেজ বা ছবির জন্য Landscape নির্বাচন করুন।
  2. Apply ক্লিক করে সংরক্ষণ করুন এবং সেটিংস উইন্ডো বন্ধ করে দিন।

যে পেইজটি প্রিন্ট হবে তার অরিয়েন্টেশন পরিবর্তন করতে, ব্যাকগ্রাউন্ড কালার অথবা ছবি প্রিন্ট হবে কিনা, পেইজের মার্জিন, এবং প্রিন্ট করা পেইজের হেডার ও ফুটারে কি থাকবে পরিবর্তন করুন। এটি করতে Firefox উইন্ডোর একদম উপরে থাকা Firefox বাটনে (Windows XP এরFile মেনুতে) ক্লিক করুন, এরপর Print... এ গিয়ে Page Setup...নির্বাচন করুন। Page Setup উইন্ডো আসবে।

দ্রষ্টব্য: নিচের সেটিংস Firefox এর পছন্দ হিসাবে প্রি-প্রিন্টারের ভিত্তিতে সংরক্ষণ করা আছে।

Format and Options

Print Web Page - Win3

Format & Options ট্যাবটি আপনাকে যা যা পরিবর্তনে সাহায্য করে:

  • Orientation:
    • প্রায় সব ডকুমেন্ট ও ওয়েবপেজের জন্য Portrait নির্বাচন করুন।
    • বড় পরিধির পেজ বা ছবির জন্য Landscape নির্বাচন করুন।
  • Scale: অল্প কিছু পেপারে প্রিন্ট করতে সাহায্য করে, আপনি স্কেলটি পরিবর্তন করতে পারবেন। Shrink to fit ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে স্কেলটি পরিবর্তন করতে পারবেন।
  • Options: নির্বাচন করুন Print Background (colors & images) অন্যান্য ওয়েব পেজের জন্য ব্যাকগ্রাউন্ড প্রিন্ট করতে। অন্যথায় Firefox ব্যাকগ্রাউন্ড সাদা কালারে প্রিন্ট করবে।

Print Web Page - Win4
Margins & Header/Footer ট্যাব আপনাকে যা যা পরিবর্তন করতে সাহায্য করে:

  • Margins: আপনি পেজের পরিধি নির্ধারন করে দিতে পারবেন। উপরে, নিচে, বাম ও ডানে কতটা পরিধি থাকবে আলাদাভাবে তা নির্ধারন করে দিতে পারবেন।
  • Headers & Footers: ড্রপ ডাউন মেনু ব্যবহার করে নির্বাচন করুন প্রিন্ট করা পেইজে কি থাকবে। ড্রপ ডাউন বক্সের শীর্ষে বামে থাকা ভ্যালুটি পেইজের শীর্ষে বাম কোনে দেখা যাবে; শীর্ষে উপরে ড্রপ ডাউন বক্সের ভ্যালুটি পেইজের শীর্ষে মধ্যে দেখা যাবে, এবং এভাবেই আপনি নির্বাচন করতে পারেন:
    • --blank--: কিছুই প্রিন্ট হবে না।
    • Title: ওয়েব পেইজের শিরোনাম প্রিন্ট হবে।
    • URL: ওয়েব পেইজের ঠিকানা প্রিন্ট হবে।
    • Date/ Time: প্রিন্ট করার সময়ের তারিখ এবং সময় প্রিন্ট হবে।
    • Page #: পেইজ নাম্বার প্রিন্ট হবে।
    • Page # of #: পেইজে নাম্বার এবং সর্বমোট পেইজ সংখ্যা প্রিন্ট হবে।
    • Custom...: আপনার নিজের হেডার অথবা ফুটার লেখা যোগ করতে পারবেন। এটি ব্যবহার করা হয়ে থাকে পেইজের উপরে কোন কোম্পানীর নাম বা লোগো প্রিন্ট করার জন্য।

পরিবর্তন করা হয়ে গেলে OK ক্লিক করে সংরক্ষণ করুন এবং সেটআপ উইন্ডো বন্ধ করুন।

প্রিন্ট প্রিভিউ

প্রিন্ট হওয়ার পর এটি দেখতে কেমন হবে তা দেখতে, Firefox উইন্ডোর একদম উপরে থাকা Firefox বাটনে (Windows XP এর File মেনুতে) ক্লিক করে Print... মেনুতে যানFile মেনুতে ক্লিক করুন এবং Print Preview নির্বাচন করুন।

প্রিন্ট প্রিভিউ সুবিধাটি আপনাকে উপরের কয়েকটি বিষয় পরিবর্তন করতে সাহায্য করে থাকে। Print... ক্লিক করে প্রিন্ট উইন্ডোতে প্রবেশ করুন অথবা Page Setup... তে ক্লিক করে Page Setup উইন্ডোতে প্রবেশ করুন। ডকুমেন্টের পেজগুলো দেখতে Page: ঘরের পরে থাকা তীর চিহ্নে ক্লিক করুন। দুটি তীরচিহ্ন আপনাকে প্রথম অথবা শেষ পেজে নিয়ে যেতে সাহায্য করবে এবং একটি চিহ্ন পরে অথবা আগের পেজে নিয়ে যাবে। এছাড়াও আপনি স্কেল ও অরিয়েন্টেশন পরিবর্তন করতে পারবেন (উপরে দেখুন)।

Print Web Page - Win5

প্রিন্ট প্রিভিউ থেকে বের হয়ে আসতে Close ক্লিক করুন।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন