আমি কিভাবে অ্যান্ড্রয়েড এর জন্য ফায়ারফক্সের মধ্যে ডেস্কটপ পরিবেশ নিয়ে আসব

Firefox for Android Firefox for Android Last updated: 09/06/2014 100% of users voted this helpful

নিম্নরূপে ওয়েবসাইটের ডেস্কটপ ভিউ প্রদর্শনের অনুরোধ করুন:

  1. Menu বাটন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) ট্যাপ করুন।
  2. "Request Desktop Site" চেকবক্স (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) নির্বাচন করুন।

ওয়েবসাইটটি পুনরায় লোড হবে এবং তা আপনার ডেস্কটপের মত করে প্রদর্শিত হবে।

অ্যান্ড্রয়েড এর জন্য ফায়ারফক্সে ব্যবহারকারী এজেন্ট পরিবর্তন করার জন্য একটি অ্যাডঅন ব্যবহার করে। এই টিউটোরিয়ালটিতে আপনার সেটিংস এবং সেটিং নিয়ন্ত্রণকারী এজেন্ট নিজের পছন্দ মত পরিবর্তন করতে "Phony" অ্যাডঅন ইনস্টল করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে:

  1. http://addons.mozilla.org/android এ যান।
  2. Search for Phony.
  3. Add to Firefox বাটন ট্যাপ করুন।
    Phony agent switcher অ্যাড-অন ডাউনলোড হবে এবং ইনস্টল হবে।
  4. Menu > More > Phony ট্যাপ করুন।
  5. Default ট্যাপ করুন এবং Desktop Firefox রেডিও বাটন নির্বাচন করুন এবং OK ট্যাপ করুন।
  6. ডেস্কটপের পরিবেশ পেতে ওয়েবসাইট আবার লোড করুন।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন