Firefox OS এ অ্যাপ ডাউনলোড করুন এবং ইন্সটল করুন

Firefox OS Firefox OS নির্মিত: 09/04/2014

REDIRECT কিভাবে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করবেন

Firefox OS এ আমি কীভাবে অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করতে পারি?

Firefox OS এ অ্যাপ পেতে মূলত ২টি পদ্ধতি রয়েছে:

Firefox Marketplace - অনেক ভালো ভালো অ্যাপ পাওয়ার জন্য মজিলার মার্কেটপ্লেস খুব ভালো একটি জায়গা। এখানে আপনি টুইটারের মত অসাধারন অ্যাপ ও পাবেন আবার আপনার স্থানীয় সেরা ওয়েব ডেভেলোপারদের দ্বারা তৈরি লোকাল কন্টেন্ট ও পাবেন।

  1. আপনার Firefox OS ডিভাইসে Firefox Marketplace খুজে পেতে মূল স্ক্রিনকে বাম দিকে সোয়াইপ করুন এবং marketplaceicon চিহ্নটি ট্যাপ করুন। আপনার ডিভাইস সমর্থন করে , এমন সকল অ্যাপের একটি তালিকা আপনার সামনে প্রদর্শিত হবে।

    Marketplace Home

    আপনি চাইলে All Categories ট্যাপ করে কী-ওয়ার্ড অথবা ক্যাটাগরি অনুযায়ী বা স্ক্রিন সোয়াইপ করে আপনার পছন্দের অ্যাপটিকে খুজে নিতে পারেন।
  2. আপনি যেই অ্যাপটি ইন্সটল করবেন বলে ঠিক করেছেন, তার আইকন স্পর্শ করুন। এখন , একটি পেইজ প্রদর্শিত হবে যেখানে আপনি এই অ্যাপটির বিস্তারিত বর্ননা এবং এর সম্পর্কে ব্যবহারকারীদের মতামতও জানতে পারবেন।
  3. ইন্সটলেশন চালু রাখতে Free অথবা Paid বাটন ট্যাপ করুন।
  4. ইন্সটলেসন নিশ্চিত করতে Install বাটন ট্যাপ করুন।
  5. Launch ট্যাপ করে অ্যাপ চালু করুন।

Adaptive অ্যাপ ডিসকভারি - Firefox OS এ অ্যাপ খুজে পাওয়ার জন্য একটি Adaptive ইঞ্জিন রয়েছে। যেমন , শুধু sushi শব্দটি লিখলেই এই সম্পর্কিত যেসব মোবাইল অ্যাপ আপনার অঞ্চলে রয়েছে , তা খুঁজে পাওয়া যাবে এবং আপনাকে শুধু ওই শব্দটি টাইপ করা ছাড়া আর কিছুই করা লাগবে না।

  1. আপনার হোম স্ক্রীনে Adaptive সার্চ খুজে পেতে হোম স্ক্রীন থেকে ডানদিকে সোয়াইপ করুন।
  2. একটি বিভাগ নির্বাচন করুন অথবা সার্চ বক্সে কোন কী-ওয়ার্ড টাইপ করুন। উন্নততর মোবাইল কন্টেন্ট সহ অ্যাপ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।

    sushi_app_discovery

  3. কোন অ্যাপ ব্যবহার করতে , শুধু আইকন ট্যাপ করুন। এর জন্য আপনাকে অ্যাপটি ডাউনলোড কিংবা ইন্সটল কোনটাই করতে হবে না।
  4. আপনার হোম স্ক্রীনে অ্যাপটি ইন্সটল করতে চাইলে অ্যাপটি ট্যাপ করে ধরে রাখুন।
পরামর্শ: আপনার সার্চ করা ফলাফল থেকেও অ্যাপ দেখা যাবে, তাই আপনাকে নতুন করে সার্চ করা লাগবে না।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন