পপ-আপ ব্লকের সেটিং, ব্যাতিক্রমসমূহ এবং সমস্যাকালীন সমাধান

এই নিবন্ধটি পপ-আপ নিয়ন্ত্রণের জন্য ফায়ারফক্সের সকল সেটিং বর্ননা করে।

পপ-আপ কী?

পপ-আপ উইন্ডো অথবা পপ-আপ হল এমন একটি উইন্ডো যা আপনার অনুমতি ছাড়াই চলে আসে। তারা বিভিন্ন আকারের কিন্তু তারা সাধারণত সম্পূর্ণ স্ক্রিন ভরে থাকে না। কিছু পপ-আপ ফায়ারফক্স উইন্ডোর উপরে খুলে, কিন্তু অন্যদিকে অন্যান্য গুলো ফায়ারফক্সের ঠিক নিচে চলে আসে (পপ-আন্ডার)।

কন্টেন্ট প্যানেল OptionsPreferences উইন্ডো এর মাধ্যমে ফায়ারফক্স আপনাকে পপ-আপ ও পপ-আন্ডার উভয়ই নিয়ন্ত্রণ করতে দেয়। পপ-আপ ব্লক স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে, সুতরাং ফায়ারফক্সে এগুলো চলে আসা থেকে রক্ষা পেতে আপনাকে পপ-আপ ব্লক চালু করা নিয়ে চিন্তা করতে হবে না।

যখন একটি পপ-আপ ব্লক করা হয়, ফায়ারফক্স একটি তথ্য বার দেখায় (যদি এটি পূর্বেই বন্ধ না করা হয়ে থাকে - নিচে দেখুন) এবং লোকেশন বারে আরও একটি আইকন দেখাবে। pop-up-icon-win pop-up-icon-macPopup-blocked.png

Popup1 29 WinPopup1 29 Mac"Popup1 29 Lin" ছবি বিদ্যমান নয়।
popup-win7Popup mac1Popup lin1

যখনই আপনি তথ্য বারের OptionsPreferences বাটনটি অথবা লোকেশন বারের আইকনটি ক্লিক করবেন, তখনই নিচের পছন্দগুলো সহ একটি মেনু দেখাবে:

  • Allow/Block pop-ups for this site
  • Edit Pop-up Blocker OptionsPreferences
  • Don't show info bar when pop-ups are blockedDon't show this message when pop-ups are blocked
  • (show the blocked pop-up)
পপ-আপ ব্লককরন কিছু ওয়েবসাইটের বাঁধা হতে পারে: কিছু ব্যাংকের ওয়েবসাইটসহ আরো কিছু ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ সুবিধার জন্য পাপ-আপ ব্যাবহার করে থাকে। সকল পাপ-আপ বন্ধ করা সেসকল সুবিধা বন্ধ করে দেয়। অন্য সকল ওয়েবসাইটকে বাদ দিয়ে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটকে পপ-আপ ব্যাবহার করতে দেওয়ার জন্য, আপনি নির্দিষ্ট কিছু ওয়েবসাইটকে সম্মতি প্রদান করা ওয়েবসাইটের লিস্টে যোগ করতে পারেন
পপ-আপ ব্লক সবসময় কাজ করে না: যদিও ফায়ারফক্স বেশিরভাগ পপ-আপ ব্লক করে থাকে, কিছু ওয়েবসাইট বিশেষ পদ্ধতিতে পপ-আপ দেখিয়ে থাকে, এমনকি ব্লক করা থাকলেও।

পাপ-আপ ব্লকের সেটিং

পপ-আপ ব্লকের সেটিং এ প্রবেশ করতে হলে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Content প্যানেল নির্বাচন করুন।

    popup-options-win7
    Popup mac2


    Content Popup Win7 Fx23
    Block popups Mac Fx 23Block popups Linux Fx 23

বিষয়বস্তুটির প্যানেলে:

  • Block pop-up windows: পপ আপ ব্লকারকে নিষ্ক্রিয় করতে এটি আনচেক করুন।
  • Exceptions: এটি হল ওয়েবসাইটের লিস্ট যেগুলোকে আপনি পপ আপ প্রদর্শন করার সম্মতি প্রদান করেছেন।

    86c0e1094489ddd5611008de57d0afed-1260046952-121-3.png


    popupblocker-exceptions-en-mac.png
    Popup lin2
    ডাইলগটিতে নিচের পছন্দগুলো রয়েছে:
    • Allow: একটি ওয়েবসাইটকে ব্যাতিক্রম তালিকা যোগ করতে এটিতে ক্লিক করুন।
    • Remove Site: একটি ওয়েবসাইটকে ব্যাতিক্রম তালিকা হতে বাদ দিতে এটিতে ক্লিক করুন।
    • Remove All Sites: সকল ওয়েবসাইটকে ব্যাতিক্রম তালিকা হতে বাদ দিতে এটিতে ক্লিক করুন।
নোট: পপ-আপ ব্লক সবসময় কাজ নাও করতে পারে এবং কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে বাঁধা হতে পারে। আরও তথ্যের জন্য, উপরের পপ-আপ কী? বিভাগটি দেখুন।

পপ-আপ ব্লক হচ্ছে না

পপ-আপটি কি ফায়ারফক্স হতে আসছে?

পপ-আপটি আসলে হয়ত ফায়ারফক্স হতে আসছে না। উইন্ডো এর ধরন হতে আপনি বুঝতে পারবেন কোথায় হতে পপ-আপটি আসছে।

  • আপনি যদি পপ-আপ উইন্ডোটি লোকেশন বারে ছোট বুকমার্ক স্টারটি সহ দেখতে পান, তাহলে সেই পপ-আপটি ফায়ারফক্স হতে আসছে। উইন্ডোজ ৭ এর জন্য আরেকটি ভাল নির্দেশনা হল উইন্ডোর উপরের বাম কোনে ফায়ারফক্সের লোগো অথবা কমলা বাটন থাকা লিনাক্স এর জন্য আরেকটি ভাল নির্দেশনা হল, যদি আপনি "- Mozilla Firefox" লেখাটা টাইটেল বারের শেষ অংশে দেখতে পান
Popup Win3 Popup mac3Popup lin3
Popup2 29 WinPopup2 29 MacPopup2 29 Lin


পপ-আপ ব্লকার কি চালু এবং এই ওয়েবসাইটটির জন্য তা কি সক্রিয়?

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Content প্যানেল নির্বাচন করুন।
  3. Block pop-up windows চেকবাক্সটি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
  4. Block pop-up windows এর ডান পাশে, Exceptions... বোতামটি ক্লিক করুন.একটি ডায়লগ আসবে যেটি দেখাবে যে সকল ওয়েবসাইট পপ-আপ দেখাতে সম্মতিপ্রাপ্ত।
  5. যে সাইটটি পপ-আপ দেখাচ্ছে সে সাইটটি যদি লিস্টটিতে থাকে,তাহলে সেটিকে নির্বাচন করুন এবং Remove Site চাপুন।
  6. Close ক্লিক করুনClose the Allowed Sites - Pop-ups window.
  7. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .

একটি মাউসের ক্লিক অথবা কি চাপার পরই কি পপ-আপ দেখাচ্ছে?

যদিও পপ-আপ ব্লকার চালু থাকে কিছু ক্ষেত্রে, যেমন ক্লিক করা অথবা একটি বাটন চাপা এর মাধ্যমেও ছোটো ছোটো অনেক পপ আপ তৈরী হতে পারে । এটি হল এই জন্যে যে যেহেতু ওয়েবসাইটকে কাজ করতে হবে সেহেতু ফায়ারফক্স তা ব্লক করে না।

এটি কি আসলেই পপ-আপ উইন্ডো?

কিছু সময় বিজ্ঞাপন উইন্ডোর মত করে তৈরী করা হয়, কিন্তু আসলে সেগুলো পপ-আপ না। ফায়ারফক্স পপ-আপ ব্লকার এই সকল বিজ্ঞাপন ব্লক করতে পারে না।

fake-popup-win7Popup mac4

 

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন