Firefox এ প্রবেশযোগ্যতা সুবিধা - Firefox এবং ওয়েবকে সকলের জন্য কার্যকরী করা

Firefox এর সেই সকল সুবিধা সম্পর্কে জানুন যা ব্রাউজার এবং ওয়েবকে কম দৃষ্টি সম্পন্ন, যাদের দৃষ্টি শক্তি নেই অথবা যাদের কিবোর্ড এবং মাউস ব্যবহারের ক্ষমতা কম তাদের ব্যবহারযোগ্য করে তুলে।

কীবোর্ড ব্যবহার করা

সাধারণ কীবোর্ড শর্টকাটের একটি তালিকা কি-বোর্ড শর্টকাট – Firefox এর সাধারণ কাজগুলো করুন আরও দ্রুত এখানে পাওয়া যাবে।

বিভিন্ন ওয়েবপেজের মধ্যে সমন্বয় করতে কীবোর্ড ব্যবহার করা

বিভিন্ন ওয়েবপেজের মধ্যে কারসার কী ব্যবহারের সুযোগ দেয় শুধুমাত্র পাঠযোগ্য কোন ওয়েব উপাদানে হলেও তা আপনাকে দেখার সুযোগ করে দেয়। ওয়েব উপাদান নির্বাচন করতে এবং এটি ক্লীপবোর্ডে কপি করতে আপনি কীবোর্ড ব্যবহার করতে পারেন।

যেকোন সময় এই ফিচারটি চালু বা বন্ধ করতে আপনি F7 চাপতে পারেন। আপনি যখন F7 চাপবেন, Firefox আপনাকে জিজ্ঞাসা করবে আপনি আসলেই এই ফিচারটি চালু করতে চান কিনা। Do not show this dialog again নির্বাচনের মাধ্যমে আপনি এই প্রম্পটি নিষ্ক্রিয় করতে পারেন।

টাইপ করা শুরু করলে লেখা খোঁজা

টাইপ করা শুরু করলে লেখা খোঁজা দ্রুততার সাথে কোন ওয়েবপেজে কোন লেখা বা হাইপারলিঙ্ক নেভিগেট করার সুযোগ দেয়। এই ফিচারটির দুইটি মোড আছে। / প্রেস করুন এবং চলমান পেজের সকল টেক্সট খোঁজার জন্য টাইপ করা শুরু করুন, অথবা শুধুমাত্র হাইপারলিঙ্ক খোঁজা শুরু করার আগে ' প্রেস করুন। টাইপ করলে Firefox মিলসম্পন্ন টেক্সট বা হাইপারলিঙ্ক তুলে ধরবে।

নিচের কীবোর্ড শর্টকাটসমূহ এই ফিচারটি নিয়ন্ত্রণ করে:

  • আপনার অনুসন্ধান সংক্ষিপ্ত করতে বেশি অক্ষর টাইপ করুন। Firefox নিকটতম মিলসম্পন্ন টেক্সট বা হাইপারলিঙ্ক তুলে ধরবে অথবা আপনাকে মিল না পাওয়ার ব্যপারে আপনাকে সতর্ক করবে।
  • আপনার বর্তমান স্ট্রিং এর পরবর্তীটি অনুসন্ধান করতেCtrlcommand+G অথবা F3 প্রেস করুন।
  • আপনার বর্তমান স্ট্রিং এর পূর্ববর্তীটি অনুসন্ধান করতে Ctrlcommand+Shift+G অথবা Shift+F3 প্রেস করুন।
  • আপনার টাইপকৃত সর্বশেষ অক্ষরটি মুছতে Backspace প্রেস করুন। Firefox পূর্ববর্তী তুলে ধরা টেক্সটটি দেখাবে।
  • কোন অনুসন্ধান বাতিল করতে Esc প্রেস করুন। লক্ষ্য পরিবর্তন করা অথবা শুধুমাত্র সময় শেষ হওয়ার জন্য অপেক্ষা করার মাধ্যমেও আপনি অনুসন্ধান বন্ধ করতে পারেন।

এই অপশনটি সক্রিয় করা থাকলে, আপনি যেকোন সময় একটি স্বতন্ত্র ইনলাইন অনুসন্ধানের জন্য টাইপ করা শুরু করতে পারেন। স্বভাবতই স্বতন্ত্র অনুসন্ধান পেজের সকল লেখা খোঁজে। এখনও আপনি অনুসন্ধান শুরু করার জন্য আগের যেকোন মোডে মতই ' অথবা / প্রেস করতে পারেন।

বাটন, টেক্সট বক্স ও অন্য যেকোন রকম নিয়ন্ত্রণ পেতে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারেন। এর ঠিক পরেই, আপনি যে রকম নিয়ন্ত্রণ চান তার জন্য অনুসন্ধান করুন Tab প্রেস করুন। Pressing Tab প্রেস করলে অনুসন্ধান স্বতন্ত্রভাবেই বন্ধ হয়ে যায় এবং পরবর্তী তুলে ধরা লেখার পাশে বাটনের জন্য লক্ষ্য নির্ধারণ করে।

HTML Access কি

কিছু কিছু ওয়েব পেজে, পেজের বিভিন্ন উপাদানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কীবোর্ড শর্টকাট নিযুক্ত করা থাকে। সরাসরি কোন একটি উপাদানের উপর কারসার নিতে Shift+AltCtrl+AccessKey চাপুন।

AccessKey কোনটি তা ওয়েবসাইটের উপর নির্ভর করে। Firefoxনয়, ওয়েবসাইট কতৃপক্ষ এটি নির্ধারণ করে থাকেন।

মাউস শর্টকাট

সাধারণ কীবোর্ড শর্টকাটের একটি তালিকা Firefox এ সাধারণ কাজগুলো করতে মাউস শর্টকাট ব্যবহার করুন এখানে পাওয়া যাবে।

Zoom, বিভিন্ন ফন্ট এবং রং

Page Zoom

নিচের কীবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনি ছবিসহ যেকোন ওয়েবপেজে zoom in অথবা out করতে পারেন:

  • ওয়েবপেজ এক সাইজ বড় করে দেখানোর জন্য Ctrlcommand++ প্রেস করুন।
  • ওয়েবপেজ এক সাইজ ছোট করে দেখানোর জন্য Ctrlcommand+- প্রেস করুন।
  • ওয়েবপেজ এক সাইজ বড় করে দেখানোর জন্য Ctrlcommand+0 (zero) প্রেস করুন।

কোন ওয়েবপেজের zoom in এবং out করার উপায় জানতে ফন্ট আকৃতি এবং জুম- ওয়েবপেজগুলোর আকৃতি বৃদ্ধি করুন দেখুন।

Text Zoom

শুধুমাত্র আপনি Text Zoom ফিচার ব্যবহার করেই আপনি কোন লেখার আকার পরিবর্তন করতে পারেন:

  1. অস্থায়ীভাবে পুরোনো Firefox মেনু আনতে Alt কী প্রেস করুন। Firefox উইন্ডোর একদম উপরে মেনুবারে, View মেনু ক্লিক করুন, এরপর Zoom এ যান।
  2. Zoom Text Onlyনির্বাচন করুন, যা শুধুমাত্র লেখার উপরই নিয়ন্ত্রণ দেয়, কোন ছবির উপর নয়।

করা থাকলে নিচের কীবোর্ড শর্টকাটসমূহ লেখার আকার নির্ধারণ করে:

  • লেখার আকার বড় করতে Ctrlcommand++ প্রেস করুন।
  • লেখার আকার ছোট করতে Ctrlcommand+- প্রেস করুন।
  • লেখার আকার ওয়েবপেজের নির্ধারিত আকারে পুনরায় নির্ধারণ করতে Ctrlcommand+0 (zero) প্রেস করুন।

খেয়াল রাখবেন, লেখার আকার ছোট বা বড় করলে তবে কিছু কিছু ওয়েবপেজ সঠিকভাবে তা নাও দেখাতে পারে।

কোন ওয়েবপেজের লেখা zoom in ও out করার অন্যান্য উপায় জানতে ফন্ট আকৃতি এবং জুম- ওয়েবপেজগুলোর আকৃতি বৃদ্ধি করুন দেখুন।

বিভিন্ন ফন্ট এবং রং নির্ধারণ করা

আপনার পছন্দের ফন্ট স্টাইল এবং রং সম্পর্কিত নির্দেশাবলী বিস্তারিত জানতে ফন্ট এবং রং পরিবর্তন করে ওয়েবসাইট ব্যবহার দেখুন।

সর্বনিম্ন ফন্ট সাইজ নির্ধারণ করা

কিছু কিছু ওয়েবসাইট খুব ছোট আকারের লেখা দেখাতে যা পড়তে অসুবিধা হয়। এধরনের পেজ সহজে পাঠযোগ্য করতে আপনি একটি সর্বনিম্ন ফন্ট সাইজ নির্ধারণ করতে পারেন। যেসব ওয়েবপেজে এই আকারের চেয়ে ছোট আকারের লেখা দেখায়, Firefox তা আপনার পছন্দের আকারে বড় করে দেখাবে।

সর্বনিম্ন ফন্ট সাইজ নির্ধারণ করতে, অপশন খুলুনPreferences উইন্ডো, Content প্যানেল নির্বাচন করুন, এবং Fonts & Colors অংশে থাকা Advanced…বাটনে ক্লিক করুন। dropdown মেনু থেকেও আপনি একটি সর্বনিম্ন ফন্টসাইজ নির্ধারণ করতে পারেন।

খেয়াল রাখবেন, কিছু কিছু ওয়েবপেজ আপনার পছন্দ অনুযায়ী সর্বনিম্ন আকার সঠিকভাবে নাও দেখাতে পারে।

Overriding Page Fonts

কিছু কিছু ওয়েবসাইট এমন ফন্টে লেখা দেখাতে পারে যা পড়া কষ্টকর, এবং অন্যান্য কিছু ওয়েব সাইট ব্রাউজারের ফন্টের উপর নির্ভর করতে পারে। অপশন খুলে Preferences উইন্ডো, Content প্যানেল নির্বাচন করে, এবং Fonts & Colors অংশ থেকে যেকোন ফন্ট এবং আকার নির্বাচন করে আপনি আপনার ফন্ট নির্ধারণ করতে পারেন।

Advanced… বাটন ক্লিক করে serif, sans-serif, এবং monospace সহ আরো বিভিন্ন রকম ফন্ট আপনি নির্বাচন করতে পারেন। যাইহোক, অনেক ওয়েবপেজ তাদের নিজেদের ফন্ট নির্ধারণ করে রাখে, তাই এধরণের পেজের ক্ষেত্রে আপনার পছন্দের কোন প্রভাব থাকবে না। এধরনের পেজের ফন্ট override করতে, আমার পছন্দের ঊর্ধ্বে পেজসমূহকে তাদের নিজ নিজ ফন্ট পছন্দ করতে দেয়া হোক আনচেক করুন। optionpreference

খেয়াল রাখবেন, আপনার পছন্দ অনুযায়ী কিছু কিছু ওয়েবপেজ সঠিকভাবে ফন্ট নাও দেখাতে পারে।

Overriding Page Colors

কিছু কিছু ওয়েবসাইট এমন লেখা ও ব্যাকগ্রাউন্ডের রং দেখায় যা পড়া কষ্টকর এবং অন্য কিছু ওয়েবসাইট ব্রাউজারের রং এর উপর নির্ভর করে। অপশন খুলে Preferences উইন্ডো, Content প্যানেল নির্বাচন করে, এবং Fonts & Colorsঅংশে থাকা Colors… বাটন ক্লিক করে আপনি আপনার ফন্ট নির্ধারণ করতে পারেন। আপনি টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডের রং আর পরিদর্শিত বা অপরিদর্শিত হাইপারলিঙ্কের রংও নির্ধারণ করতে পারেন। এছাড়া হাইপারলিঙ্কের নিচে দাগাঙ্কিত হবে কিনা তাও আপনি নির্ধারণ করতে পারেন।

আবার, অনেক ওয়েবপেজ তাদের নিজেদের রং নির্ধারণ করে রাখে, তাই সেক্ষেত্রে আপনার পছন্দের কোন প্রভাব থাকবে না। ওয়েব পেজের নির্ধারিত রং override করতে, আমার নির্বাচনের ঊর্ধ্বে পেজ সমূহকে তাদের নিজেদের রং নির্ধারণ করতে দেয়া হোক আনচেক করুন optionpreference

High Contrast Theme ব্যবহার করা

আপনি যদি কোন High Contrast theme ব্যবহার করেন তবে Firefox তা স্বতন্ত্রভাবেই নিরীক্ষণ করে এবং সবকিছু আপনার high contrast color scheme এ দেখায়। এটি অন্য সব ব্রাউজার বা ওয়েবপেজ সেটিং overrides করে, এবং এটি নিজে থেকে Firefox ইন্টারফেসকে প্রভাবিত করে (সব মেনু, উইন্ডোসমূহ, এবং dialog boxes) এবং আপনি যে ওয়েব পেজ দেখেন তার সব উপাদান।

High Contrast theme ব্যবহার করতে, Start Menuএ যান, Control Panel নির্বাচন করুন, এরপর Accessibility Options, সবশেষে Display এবং চেক করুন Use High Contrast অপশন।

ওয়েব উপাদান নিয়ন্ত্রণ করা

পপ-আপ উইন্ডোজ ব্লক করা

পপ-আপ উইন্ডোজ ব্লক করা সংক্রান্ত তথ্য পেতে পপ-আপ ব্লকের সেটিং, ব্যাতিক্রমসমূহ এবং সমস্যাকালীন সমাধান দেখুন।

Java applets বন্ধ করা

কিছু ওয়েবপেজ Java™ applets যুক্ত বেশ সমৃদ্ধ প্রতিক্রিয়ামূলক অভিজ্ঞতা দেয়। যাইহোক, কীবোর্ড নেভিগেশনের উপর নির্ভরশীল এমন কিছু ব্যবহারকারী কিছু কিছু Java applets এর কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন, যেগুলো স্বতন্ত্রভাবেই লক্ষ্য নির্ধারণ করে এবং সেই applet থেকে বের হয়ে আসার কোন সুযোগ দেয় না এবং ওয়েবপেজের বাকি অংশ নেভিগেট করে। এটি যদি আপনার সমস্যা হয়ে থাকে, তবে আপনি Java বন্ধ করে দিতে পারেন। তার জন্য অ্যাড-অন ম্যানেজার খুলে, Plugins প্যানেল নির্বাচন করুন, তালিকায় থাকা Java item(সমূহ) নির্বাচন করুন, এবং এরপর ক্লিক করুন Disableনির্বাচন করুন Never Activate

JavaScript এর আচরণ সীমিতকরণ

অপশন খুলেPreferences উইন্ডো, Content প্যানেল নির্বাচন করে, এবং Enable JavaScript আনচেক করে আপনি JavaScript বন্ধ করতে পারেন। কিছু ওয়েবপেজ যা JavaScript এর উপর নির্ভর করে এবং যদি JavaScript নিষ্ক্রিয় হয়ে থাকে তবে তা ঠিকভাবে কাজ নাও করতে পারে।

আপনি যদি JavaScript নিষ্ক্রিয় করতে না চান, তবে সেক্ষেত্রে scripts এর আচরণ নিয়ন্ত্রনের জন্য বেশ কিছু উন্নত JavaScript settings আছে। Advanced JavaScript Settings উইন্ডো খুলতে Enable JavaScript চেকবক্সের ঠিক পরে, Advanced… বাটনে ক্লিক করুন। scripts উইন্ডো খুলতে বা সাইজ পুননির্ধারণ করা, উইন্ডো উপরে ওঠাতে বা নামানো, কনটেক্স মেনু নিষ্ক্রিয় বা স্থানান্তর করতে পারবে কিনা তাও আপনি সীমিত করতে পারেন।

JavaScript এমন কিছু করতে ব্যবহার করা যেতে পারে যা করতে অনেকে পছন্দ করেন না। অপেক্ষাকৃত ভালভাবে নিয়ন্ত্রনের জন্য, আপনি privacy extensions ইন্সটল করতে পারেন। আরো জানতে ইন্টারেক্টিভ ওয়েবপেজ এর জন্য জাভাস্ক্রিপ্ট এর সেটিংস দেখুন।

Compatibility With Assistive Technologies

স্ক্রিন রিডার

স্ক্রিন রিডার হল এক ধরণের সফটওয়্যার অ্যাপ্লিকেশন। স্ক্রিনে কী দেখানো হচ্ছে তা সনাক্ত করা এবং interpret করার চেষ্টা করে এটি (অথবা আরো নির্দিষ্টভাবে, standard output পাঠানো, কোন ভিদিও মনিটর থাকুক বা না থাকুক)। এরপর সেই interpretation ব্যবহারকারীকে text-to-speech, শব্দ যন্ত্র, বা কোন Braille output যন্ত্র দিয়ে উপস্থাপন করা হয়। স্ক্রিন রিডার এক ধরণের assistive technology (AT) যা সেসব মানুষদের জন্য উপকারী যারা অন্ধ, visually impaired, অশিক্ষিত অথবা শিখতে অক্ষম, প্রয়োজনে অন্যান্য AT এর সাথে সমন্বিত করা হয়, যেমন screen magnifiers। উপরের বর্ণনা সংকলিত হয়েছে উইকিপিডিয়ার আওতায় creative commons থেকে।

list of screen reader software এবং আরো সাধারণ কিছুর লিঙ্ক:

প্রবেশের জন্য প্রয়োজনীয় লিঙ্কসমূহ খোঁজা

Access Firefox website contains many useful links.

Freedom Scientific বেশ কিছু mailing lists for JAWS users নিয়ন্ত্রণ করে।

GW Micro বেশ কিছু mailing lists for Window Eyes users নিয়ন্ত্রণ করে।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন